মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে নব- নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের গেজেট ২৩ অক্টোম্বর’ ১৯ বুধবার প্রকাশিত হয়েছে।
গেজেট সুত্রে জানা যায়- শফিউল আজম, পিতা নজির আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীকে চেয়ারম্যান, কোহিনুর আকতার (১নং ওয়ার্ড), শাহনাজ পারভীন (২নং ওয়ার্ড), রোশন আরা বেগম (৩নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা সদস্য আসনে নির্বাচিত । এছাড়া আবদুল করিম (১নং ওয়ার্ড), মোজাম্মেল হক (২নং ওয়ার্ড), ঝুন্টু চরণ নাথ (৩নং ওয়ার্ড), মোঃ মামুনুর রশিদ (৪নং ওয়ার্ড),শিমুল শীল (৫নং ওয়ার্ড), মৃনাল কান্তি বিশ্বাস (৬নং ওয়ার্ড), মোঃ ছরোয়ার (৭নং ওয়ার্ড), মোঃ ইমরানুল হক (৮নং ওয়ার্ড), শংকর চন্দ (৯ নং ওয়ার্ড) এর সাধারন সদস্য পদে নির্বাচিত হিসাবে গেজেট প্রকাশ হয়েছে।
কধুরখীল ইউনিয়নের কর্মরত সচিব মোঃ শাহাদাত হোসেন জানান- চলতি সাপ্তাহের যে কোন দিন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন হতে পারে।
পূর্বের চেয়ারম্যানের দায়িত্ব অর্পন ও নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন বিষয়ে তিনি বলেন- পূর্বাতন পরিষদের মেয়াদ প্রায় শেষ। তাই উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক শপথ শেষে যেকোন দিন দায়িত্বভার অর্পন-গ্রহণ হতে পারে।