হাতিয়া প্রতিনিধি : পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষ্যে আজ সকালে হাতিয়া থানা থেকে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে পরিষদ হলরুমে হাতিয়া কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম,উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)জিসান আহম্মেদ, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচীত সহ সভাপতি কেপায়েত উল্যা, সাধারন সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ,যুবলীগ আহবায়ক শাহ আজিজুর রহমান মিারাজ সেস্বচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন মহিন. ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু প্রমূখ। বক্তরা কমিউনিটি পুলিশের গুরুত্ব তুলে ধরে আগামীতে এ কমিউনিটিকে আরো বেশী কাজে লাগানোর অনুরোধ করেন।
ইসমাইল হোসেন কিরন