মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
নানান রকম আশ্বাস আর জল্পনা কল্পনার যেন শেষ নেই। বোয়ালখালী বাসীর প্রাণের দাবী কালুরঘাট সেতু নিয়ে নানান টানাপোড়নের এক পর্যায়ে এসে অচিরেই কালুরঘাট সেতু নির্মানের নতুন করে আশার বানী শুনালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।
তিনি আজ ২৭ অক্টোম্বর সকালে চট্টগ্রামের দি কিং অব চিটাগাং-এ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের ৬ সাংগঠনিক জেলার প্রতিনিধি সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কালুরঘাট সেতুর জন্য জনগণ ও জনপ্রতিনিধিদের দাবী দীর্ঘ দিনের। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেতু নিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছি।
এ সময় মন্ত্রী ২টি সেতু নির্মানের অগ্রগতি ও কোরিয়ান ফান্ডিং প্রতিষ্ঠানের বিষয়ে বিশদ আলোচনা করেন।
সভায় অন্যান্যদের মাঝে রেলমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসাইন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছনুল হায়দার চৌধুরী বাবুলসহ সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ।