সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তুলেছেন এক মুসলিম দম্পতি। প্রতিমা তৈরির জন্য নিজেদের দালান ছেড়ে দিয়েছেন তারা। সম্প্রতি ভারতের বর্ধমানের কাটোয়ায় ঘটেছে এ ঘটনা।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে টানা বৃষ্টি চলছিল। এতে করে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারছিলেন না খাজুরডিহি গ্রামের দক্ষিণপাড়ার শিল্পী অসীম পাল। তার বাড়ির জায়গাও ছিল খুব কম। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিমা মণ্ডপে পাঠাতে হবে। এতে চিন্তায় পড়ে যান শিল্পী অসীম পাল।
ঠিক এই সময়ে এগিয়ে আসেন প্রতিবেশী ফরজ সেখ ও আফরোজা বিবি। অসীম পালের সঙ্গে হাত লাগিয়ে প্রতিমাগুলোকে নিরাপদে নিজেদের বাড়িতেও নিয়ে আসেন তারা। এরপর প্রতিমা তৈরি করতে নিজেদের দালান ছেড়ে দেন এই মুসলিম দম্পতি।
পেশায় ঠিকাদার ফরজ সেখ জানিয়েছেন, ভাইয়ের মতো পাশাপাশি থাকেন তারা। ধর্মীয় বিভাজনে তাদের বিশ্বাস নেই।
ফরজ সেখের স্ত্রী জানান, বৃষ্টির জন্য দাদার ঠাকুর গড়ার অসুবিধা হচ্ছিল। তাই বারান্দাটা ফাঁকা পড়ে রয়েছে বলে ছেড়ে দেওয়া হয়েছে।