মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
রাঙ্গুনীয়া উপজেলা যুবলীগের এক সমাবেশে কথিত উপজেলা যুবলীগ নেতা আরজু সিকদার অনলাইন ভিত্তিক সংবাদ মিডিয়া একুশের পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারকে হত্যার হুমকি দেন।
হুমকির প্রতিবাদে ২৮ অক্টোম্বর বোয়ালখালী উপজেলায় বিকাল ৪ টায় মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র( আসক ফাউন্ডেশন) বোয়ালখালী শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিপনের সঞ্চালনায় হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবীতে উপজেলা চত্বরের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক স.ম রবিউল হোসাইন, প্রচার সম্পাদক প্রভাস চক্রবর্তী। সভায় বক্তরা বলেন- একজন সাংবাদিককে হত্যার হুমকি মানে সকল সাংবাদিককে হত্যার হুমকি। তাই প্রশাসেন কাছে অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকি দাতার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন মানববন্ধনে বক্তারা।
মানবন্ধনে অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,সি প্লাস টিভির বোয়ালখালী প্রতিনিধি ইয়াসিন চৌধুরী, সৃষ্টি টিভির বোয়ালখালী প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক প্রথম ভোর বোয়ালখালী প্রতিনিধি আবু নাঈম, চাটগাঁ সময় প্রতিনিধি জয়নুল আবেদীন, আবু তালেব,আজাদ হোসেন,গিয়াস উদ্দিন,নজরুল ইসলাম রোকেয়া বেগম, রোকসানা বেগম, সোহেল আজাদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।