সরকার ফজলুল হক, ঠাকুরগাঁও থেকে———–
ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম রবিউল চৌধুরীর এর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউপির পাঁচ ঘরিয়া ও সতিকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল সহ আব্দুল গফফার(২৭) নামের এক যুবককে আটক করেছে। ২৮ অক্টোবর এ অভিযান চালানো হয় ।
আটককৃত আব্দুল গফফার হরিপুরের মো: আব্দুল বাছেদের এর ছেলে।ঠাকুরগাঁও ডিবির এস আই রবিউল চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল সহ আব্দুল গফফ্ারকে আটক করা হয়। পরে হরিপুর থানায় তার নামে একটি মামলা রজু করা হয় এবং আটককৃত যুবকটিকে থানায় হস্তান্তর করা হয়।