মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
বোয়ালখালী উপজেলা শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ফতেহারখিল এলাকা থেকে বোয়ালখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০০ পিচ ইয়াবাসহ একজনকে সোমবার রাত ১ টার দিকে আটক করে।
বিশ্বস্থসুত্রে জানা যায়- ফতেহারখিল ব্রীজ এলাকার মোঃ আবু ছৈয়দ এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০) দীর্ঘদিন যাবত পাহাড়ী পথে ইয়াবা চালান এনে ইয়াবা ব্যবসা চালাচ্ছেন।
২৮ অক্টোম্বর সোমবার বোয়ালখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রুদ্ধধার অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করেন। তার দেহ তল্লাশী করে কোমড়ে লুঙ্গির সাথে মোড়ানো গোলাপী রঙের ২শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান সরকার বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করেছেন।