সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃনতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর লক্ষ্য ৩১ অক্টোবর বৃহঃপতিবার সকাল ১০ টায় উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত বিজয় ফুল প্রতিযোগিতা মুলক ও সনদ বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।অনুষ্ঠানের বিচারক মন্ডলির ভুমিকায় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাদিয়া আক্তার তানিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিল মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই, মোঃ মফিজ মাস্টার, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম।
বিজয় ফুল প্রতিযোগিতায় উপজেলা সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা ভিত্তিক চুড়ান্ত পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলের মাঝে সনদ বিতরণ করা হয়। এবং আগামী ২ নভেম্বর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করার আহবান জানান। বিতরনী অনুষ্ঠানে আগত শিক্ষক, শিক্ষিকা, প্রতিযোগী, অভিবাবক সহ ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিল।