সরকার ফজলুল হক, ঠাকুরগাঁও থেকে————–
নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৫ দিন ব্যাপি ব্লক ও বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর শহরের হলপাড়া এলাকায় কারুপণ্য উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ মহিলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও সহায়তা করে এসএমই ফাউন্ডেশন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি ও কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা হাবিব বানু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদ আলী প্রমুখ। বক্তারা বলেন, নারীরা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভূমিকা পালন করছেন । তাঁদের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নারীদের আরও বেশি করে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তাদের হাতের তৈরি পণ্যের গুণগত মান বাড়াতে পারবে। এসব পণ্য জনসম্মুখে তুলে ধরতে হবে। এভাবেই নারীরা এগিয়ে যাবে দেশকে সাথে নিয়ে। ৫ দিনের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন নারী অংশগ্রহণ করেন এবং এই নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি প্রশিক্ষক সাবা নওরীন পলি। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন নারীর মাঝে সনদ প্রদান করা হয় ।
সরকার ফজলুল হক, ঠাকুরগাঁও , মোবা ঃ ০১৭১২৭৫১১৭৮ ।