মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
বোয়ালখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস’১৯ উপজেলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজ ১ নভেম্বর এ উপলক্ষে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিতে যুব দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী’লীগের সভাপতি শামীম আরা বেগম, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ রফিকুল আজাদ, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া। যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাগত ভাষণদেন, মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত এসভায় উপজেলার বিভিন্ন এলাকার যুব সংগঠনের শত শত যুব নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রশিক্ষিত ৪৬ জন যুবদের মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন- যুবরাই দেশের বড় চালিকা শক্তি। যুবরা যদি সক্রিয় হয় তাহলে দেশের উন্নয়ন এবং দেশ থেকে অসামাজিক কার্যক্রম দূর করা সম্ভব