জাফর আহমেদ, নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাড্য র্যালি, আলোচনাসভার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন এবং সমবায় দপ্তরের আয়োজনে শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানে প্রথমে উপজেলা পরিষদের সন্মুখে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সমবায় কর্মকর্তা প্রনব ভট্টাচার্য্য, প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ এর নেতৃত্বে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাড্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।