ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ।
আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ,আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন,আনোয়ারা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের পক্ষ থেকে সমাধিতে ফুল দেয়া হয়।
উল্লেখ্য,জীবদ্দশায় আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশে বেসরকারি ব্যাংকের যাত্রা শুরুর ক্ষেত্রে তিনি ছিলেন উদ্যোক্তাদের অন্যতম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে বারে বারে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।
এর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। সার্ক চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।
তিনি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা। এ উপলক্ষে দল ও পরিবারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে।
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আখতারুজ্জামান বাবু ১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নুরুজ্জামান ও মায়ের নাম খোরশেদা বেগম। আখতারুজ্জামান বাবু ১৯৫৮ সালে পটিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বৃত্তি পেয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন। অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে ১৯৬৪ সালে তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পূর্তমন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে আলাপচারিতায় আখতারুজ্জামান চৌধুরী বাবু

চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ২০১২ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।