মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মসূচি বিষয়ক অবহিত করণ সভা ৫ অক্টোম্বর সকাল বেলা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- সমাজ সেবা অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম, বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসীম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন- সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা সহজিকরণ প্রক্রিয়া জনবান্ধব এবং বর্তমান সরকারের প্রসংশিত উদ্যোগের একটি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি মেম্বার মন্দিরা দে, বিআরডিবি প্রতিনিধি পারভীন আক্তার, সুফল গ্রহীতাদের পক্ষে মোহাম্মদ নুরুচ্ছফা, মোহাম্মদ জাবেদ প্রমুখ।