সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌর এলাকা চুরি ডাকাতি রোধে ডাকবাংলো সড়কে সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে গত বুধবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া পৌর মেয়র ও ছাগলনাইয়া পৌর আ’লীগের সভাপতি এম.মোস্তফার সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় পৌরসভা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদ সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। মতবিনিময় সভায় এই সময় ডাকবাংলা সড়কের সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিল এবং ব্যবসায়ীদের মধ্যে থেকে অনেকে বিভিন্ন সমস্যার কথা তুলেধরে তাদের নিজ নিজ মতামত ব্যাক্ত করেন।