লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় ভুয়া আইডি খুলে অশ্লিল ছবি পোষ্ট করার অভিযোগে আজিজুল নামে এক যকুককে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় লোহাগড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে আজিজুলের নামে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আঃ রশিদ বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস একই উপজেলা কালনা এলাকার একটি মেয়ের নামে ফ্যাক আইডি খুলে বিভিন্ন অশ্লিল ছবি পোষ্ট করে। এঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার সকালে লোহাগড়া থানার এস আই মিলটন কুমার দে অভিযান চালিয়ে আজিজুলকে আটক করে। এ ঘটনায় লোহাগড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয় । মামলা নং-৫। উলেখ্য এর পুর্বে ২০১৮ সালে আজিজুল বিশ্বাস ওই মেয়েকে অপহরন করার অভিযোগে মেয়ের পিতা আকু মিনা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করে। মামলা নং-১৬। ওই মামলায় আজিজুল বিশ্বাস ২৭ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় ভুয়া আইডি খুলে ওই মেয়ের অশ্লিল ছবি পোষ্ট করতে থাকে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোর্করম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিজুলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।