আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় পুলিশ কতৃক মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ।
সরজমিনে, গতকাল বুধবার সন্ধা ০৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা পুলিশ কতৃক মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচাজ মোঃ আবু ওবায়েদ এর নেতৃত্বে এসআই আঃ আলীম সঙ্গীয় এ এসআই আবুল কালাম, এ এসআই আব্দুল হাসিব সহ আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজের ২নং গেট সংলগ্ন এলাকা থেকে একটি ডায়াং ৮০ সিসি মটরসাইকেলে বহনকৃত ৬৮ বোতল ফেন্সিডিল সহ দুইজন কে আটক করে ।আটককৃতরা হলেন মোঃ শামীম হোসেন বাবু (২৬) পিতাঃ মৃত আব্দুল জব্বার,সাং পাড়ইল এবং মোঃ বাবু (৩৮) পিতা আঃ মজিদ সাং ছোট মানিক ।আসামিদের বিরূদ্ধে পাঁচবিবি থানায় একাধিক মামলা রয়েছে ।
এই ব্যপারে আক্কেলপুর থানার অফিসার ইনচাজ মোঃ আবু ওবায়েদ বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে তাই সকলের সহযোগিতা কামনা করছি ।