মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
সিএনজি যোগে নগরীর আমান বাজার থেকে রাস্তার মাথায় পোঁছে অপহরণের শিকার হয়েছেন দুই সন্তান সহ বোয়ালখালী এক গৃহ বধু।
সিএনজিচালিত অটোরিকশা করে আমানবাজার থেকে কাপ্তাই রাস্তার মাথায় এলে পাঁচ মিনিটের মাথায় সিএনজিচালক ফাতেমা আক্তার নিপা (২৪), ছেলে আদনান সাইদ অয়ন ( ৪) ও মেয়ে ফাহমিদা জাহান রিমি (২) কে নিয়ে সিএনজিচালক গাড়ি ঘুরিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় বলে অভিযোগ পরিবারের।
বিশ্বস্থসূত্রে জানা যায়: নিখোঁজ গৃহ বধুর বাড়ি পশ্চিম গোমদন্ডী বহদ্দার পাড়ায়। তিনি কুয়েতপ্রবাসী ফখরুদ্দিন রুবেলের স্ত্রী।
নিখোঁজের পরিবারের দাবী: এলাকায় বলাবলি হচ্ছে গৃহবধু সন্তানসহ পালিয়ে গেছেন। কিন্তু তারা বলেন তেমন কিছুই হয়নি।
উক্ত গৃহবধুর দেবর জানান: আমার ভাবি তেমন মেয়ে না। আমরা নিশ্চিত উনাকে অপহরণ করা হয়েছে। মোবাইল ট্র্যাক করে বোঝা যাচ্ছে আমানবাজারের কাছাকাছি কোথাও আছে। আমরা পুলিশের কোনো সহায়তা পাচ্ছি না। বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করলে হয়তো খুব দ্রুত খোঁজ পাওয়া যেতো।
তিনি আরো জানান- এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপহরন মামলা নগরীর চান্দগাঁও থানা করা হয়েছে
এ নিয়ে চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, -ওনাকে যদি অপহরণ চেষ্টা করা হতো উনি নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করতেন, পাশেই ওনার মা ছিলো। তাছাড়া এতো মানুষের ভিড়ে অপহরণ চেষ্টা এতো সহজ নয়। এখনো কোনো কিছুই নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।