মোঃ আশ্রাফুজ্জামান, সেনবাগ,
নোয়াখালীর সেনবাগে শনিবার দুপুরে বীর বিক্রম শহীদ তরিক উল্যা ফাউন্ডেশনের উদ্যোগে ও উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে উপজেলার শায়েস্তানগরস্থ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে এসএসসির জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ মাননীয় জেলা প্রশাসক তন্ময় দাস।
লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের শিক্ষক নুর আলম সবুজের পরিচালনায়-
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো সাইফুল আলম মজুমদার, সহকারী কমিশনার ভুমি ক্ষেমালিক চামকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার, নাথের পেটুয়া কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, আওয়ামীলীগ নেতা ডাঃ আবুল কালাম, ঢাকাস্থ সেনবাগ কল্যান সিমিতির সাধারণ সম্পাদক মো আজাদ হোসেন, কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মমিন উল্ল্যাহ বক্তব্য রাখেন।
এসময় কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দে, কানকিরহাট কলেজের প্রভাষক আবু নাঈম, অজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সহ সাংবাদিক, রাজনৈতিক নেতা দলের নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে অতিথি বৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন ।