সুভাষ বিশ্বাষ, নীলফামারী প্রতিনিধিঃ প্রধান মন্ত্রী মুখ্য সচিব মোঃ মোজিবুর রহমান বলেন, নীলফামারীতে এখন আর মঙ্গা কবলিত নয়। এই জেলা বদলে দেওয়ার জন্য প্রধান মন্ত্রী বিভিন্ন উদ্যোগ দিচ্ছে নীলফামারী মানুষের মুখে এখন হাসি। এই জেলা এখন সম্ভবনার জেলা ১৮ নভেম্বর নীলফামারী বাসীর জন্য গর্বের ও স্মরনীয় দিন। নীলফামারী জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ সরকারি ও বে-সরকারি সংস্থার সমন্বয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বয়ঃসন্ধিকালীন শিক্ষা কর্ণার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলয়াতনে সোমবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালাক- ১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং মহা-পরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট মোঃ আশরাফ উদ্দিন। উদ্বোধনী শেষে প্রধান অতিথি প্রধান মন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। জেলা প্রাথমিক পর্যায়ে ৬০ ইউনিয়নের ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নবনির্মিত বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নারের উদ্ধোধন করেন।