বগুড়া নন্দীগ্রামে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী মুর্শেদুল (৩০) শুক্রবার সকালে সদর উপজেলার ইউছুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে মুর্শেদুলকে আটক করে পুলিশ তিনি ওই গ্রামের মোশারফ আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির এই তথ্য নিশ্চিত করেছেন।স্হানীয় ও এলাকাবাসী জানান, স্ত্রীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল মুর্শেদুল।বৃহস্পতিবার বিকেলে কাজ থেকে বাড়িতে ফিরে এলে শাশুড়ির প্ররোচনায় স্ত্রীকে মারধর করার একপর্যায়ে হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয় সে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মুর্শেদুলকে আটক করে, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।