জাফর আহম্মেদ , নালিতাবাড়ী প্রতিনিধি :শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে হোটেল আবির নিবিরসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ওই সন্রাসী হামলার ঘটনা ঘটে।
এ হামলায় আহতরা হচ্ছেন, রতন মিয়া (১৮), আজিজ মিয়া (২৫), রাকিব (১৮) ও ইউনুস (১৪)। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে রবিবার রাতে শহরের দিঘারপাড় এলাকার অন্তত: ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্র ধারালো রামদা, লাঠিসোটা নিয়ে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে দোকানে অতর্কিতভাবে সন্ত্রাসীরা হামলা চালায়। ওইসময় হোটেল আবির-নিবির, জামিল স্টোর, মাসুদের ফলের দোকানসহ অন্তত: ৫টি দোকান ভাংচুর করে সন্ত্রাসীরা। হামলায় হোটেল আবির-নিবিরের ৪ কর্মচারী আহত হয়।
এসময় জমি ক্রয়ের টাকা পরিশোধ করতে রাখা ক্যাশবক্সে জমাকৃত টাকা ও হোটেলের আমদানির টাকাসহ সন্ত্রাসীরা দোকানের ৯ লক্ষ টাকার অধিক লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন হোটেল মালিক মোহাম্মদ মানিক মিয়া।
এদিকে, ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন ও জেলা হোটেল মালিক সমিতির সভাপতি আনোয়ারুল হাসান উৎপলসহ অন্যান্যরা।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্রাসীদেরকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছি, জড়িতদের আটকের অভিযান চলছে। তিনি আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।