মো সোহেল তালুকদার বাবু : জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সারে ৯ টায় জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এরপরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে জেলা কার্যালয় আলেচনা সভা অনুষ্ঠিত হয়। রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি ফারুক ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাজাহান খান, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন।এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা, জেলা রিক্সা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল সরদার ও প্রচার সম্পাদক আলী আকবর হাওলাদার।