গোটা বিশ্ব যখন করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে জর্জরিত তখন এই ছায়া থেকে বাদ পরেনি বলিউড পাড়া।
গোটা দেশের সঙ্গে মুম্বাইও যখন লকডাউন প্রায় সব তারকারাই গৃহবন্দি।
আর এবার নিজের হাতের রান্না করতে গিয়ে বিপত্তি ঘটিয়ে বসলেন অভিনেত্রী রিচা চাড্ডা। রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে বসেছিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী রিচা। এই আগুন লাগার ঘটনায় অভিনেত্রীর সেভাবে কোনও ক্ষতি হয়নি। রিচার পোস্ট জানায় জানা যাচ্ছে, আগুনে কাঠের খন্তির সঙ্গে খাবারটিও পুড়ে গিয়েছে। দুঃখ পেয়ে অভিনেত্রী লিখেছেন, ‘I Hate Coocking’।