নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে টিসিবি’র ভোজ্যতৈল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ ৫জনকে ৭০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে টিসিবি’র ৪৭ লিটার ভোজ্যতৈল উদ্ধার করে ৪জন বিক্রেতা ও টিসিবির এক ডিলারকে মোট ৭০হাজার টাকা জরিমানা করেন নড়াইলের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা, দৌলতপুর, দারিয়াপুর ও শম্ভুডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে মুদি দোকানদার বাবু মিয়া, উজ্জল ভূইয়া, রাসেল শেখ ও রফিকুল ইসলামের দোকানে টিসিবি’র মোট ৪৭ লিটার ভোজ্যতৈল উদ্ধার করে। এসকল দোকানদারকে মোট ১০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসকল মুদি দোকানীদের দেয়া তথ্য অনুযায়ি নড়াইল শহরের টিসিবি’র ডিলার পরিতোষ কুন্ডুর ছেলে আকাশ কুমার কুন্ডুকে কালোবাজারে টিসিবি’র ভোজ্যতৈল বিক্রির অপরাধে ৬০হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।