বিচ্ছেদ হয়েছে তিন বছর। এরই মধ্যে বিয়ে করেছেন রাফিয়াৎ রশীদ মিথিলা। যদিও তাহসান খান এখনো বিয়ে করেননি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাহসানকে প্রশ্ন করা হয়, মিথিলার সঙ্গে বন্ধুত্বটা কীভাবে বজায় রেখেছেন?
কিছুটা ভেবে ‘ঈর্ষা’ গায়ক বলেন, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন। আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দুজনেই খুব ভালোবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না।
আরও বলেন, আমি মনে করি, আমরা দুজন আলাদা থেকেও আয়রাকে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। এছাড়া বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।
তাহসান জানান, মিথিলার সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ হয়।
এদিকে মুক্তির জন্য মোটামুটি প্রস্তুত তাহসান অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। এ ছবিতে কাজ করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকীর সঙ্গে।