ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামেরবাদল মিয়ার ছোট ছেলে সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগেআক্রান্ত হন। অসহায় হতদরিদ্র পিতা তার সন্তানকে সুস্থ্য করে তুলতেজমি-জমা বিক্রি করে ও এনজিও থেকে ঋণ গ্রহন করে চিকিৎসা চালিয়েআসছিলেন। আর্থিক সঙ্কটে পড়ে থেমে থেমে চলে চিকিৎসা। এরইমধ্যেবিকল হয়ে যায় তার একটি কিডনি। বিষয়টি জানতে পেরে স্থানীয়স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনসাব্বিরকে আর্থিক সহায়তা প্রদান করেন।সাব্বিরের একটি কিডনি বিকল হয়ে যাওয়া ও অপর কিডনি রক্ষা করতেদ্রæত অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। আর্থিক সঙ্কটে পড়ে তারচিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় জুনায়েদ কবীরনামে এক ব্যাক্তি এলাকাবাসীকে নিয়ে একটি তহবিল গঠন করেন। শুরুকরেন অর্থ সংগ্রহের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেওচাওয়া হয় সহায়তা। বিষয়টি নজরে আসে ত্রিশালের স্বেচ্ছাসেবী ওসামাজিক সংগঠন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের।আজ ১২/০১/২০২১ উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামে সাব্বিরেরবাড়ীতে যায় রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। সাব্বিরেরচিকিৎসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে অপারেশন ও চিকিৎসা বাবদ নগদঅর্থ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল আব্বাছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষমাওলানা ফজলুল হক, কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতিজুনায়েদ কবীর, সমাজসেবক আব্দুল হালিম, রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরসদস্য এইচ. এম জোবায়ের হোসাইন, মানিক আচার্য্য, মাহবুবুলআলম উজ্জল প্রমূখ।চিকিৎসার অর্থ পেয়ে আবেগে আপ্রুত হয়ে পড়েন সাব্বির ও তাঁরপরিবার।