শেরপুর থেকে আনজিরুল ইসলাম: শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলাইউনিয়নের কুমড়ী মুদিপাড়া গ্রামে ১১ জানুয়ারি সোমবার বিকেল ৪টারদিকে ইরি বোরো খেতে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েমোঃ আল আমিন (২৯) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু ঘটেছে। নিহত আলআমিন সদর উপজেলার কুমড়ী মুদিপাড়া গ্রামের মাওলানা আঃ আওয়ালের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নেরকুমড়ী মুদিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আল আমিন শেরপুর জেলা শহরেরবিজ্ঞান কলেজে শিক্ষকতা করতেন। সোমবার বিকেলে আল আমিন বাড়ীর পার্শ্বেতাদের ইরি রোবো খেতে বিদ্যুৎ সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে যায়। এসময়ওই সেচ পাম্পে সুইচ দেয়ার সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়। পরে তাকে আত্মীয়-স্বজন উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকআল আমিনকে মৃত ঘোষণা করেন। কলেজ শিক্ষক আল আমিনের মৃত্যুর বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন এবং সেই সাথে সদরথানার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।