শেরপুর থেকে আনজিরুল ইসলাম:
শেরপুর জেলা শহরের রঘুনাথবাজার এলাকার সম্পদপ্লাজা ভবনের মার্কেটে অভিজাত গার্মেন্টস পোশাকের দোকান মাহবুবফ্যাশনের ২১ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠিতহয়েছে। এ উপলক্ষে ১১ জানুয়ারি সোমবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ মাহবুবফ্যাশনের প্রধান শো-রুম থেকে আলহাজ্ব মুহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ২১ বছর পূর্তিউপলক্ষে মাহবুব ফ্যাশনের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব মুহাম্মদ মাহবুব আলমকর্মচারীদের সাথে নিয়ে কেক কাটেন। এসময় মাহবুব ফ্যাশনের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব মুহাম্মদ মাহবুব আলমসবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দোকানে সবসময় সকলবয়সী মানুষের মানসম্মত ও আধুনিক ডিজাইনের তৈরি পোশাক সূলভ মূল্যেবিক্রি করা হয়। সবার সহযোগিতায় বর্তমানে শেরপুর শহরে তার প্রতিষ্ঠানেরদুটি শাখা চালু করা হয়েছে। তিনি আরো বলেন ২০০০ সনের ১১ জানুয়ারি শহরের রঘুনাথবাজার এলাকারসম্পদ প্লাজা ভবনে প্রথম মাহবুব ফ্যাশনের কার্যক্রম শুরু হয়।