×

Advertisement


Welcome to The-News24.com!

Enjoy your stay and explore our Updated News.


১২ হাজার টাকায় মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র বিক্রির কথা জানিয়ে ফেসবুকে মন্তব্য, তরুণ গ্রেপ্তার

 


ফেসবুকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা জানান দিয়ে ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন নাজমুল এহসান ওরফে নাঈম (২১) নামের এক তরুণ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল এহসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভুরারবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ বলেন, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে পুলিশ সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করছিল। এ সময় ফেসবুকে একটি আইডি থেকে বিভিন্ন পোস্টে মন্তব্য করা হয়, ‘মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫-এর প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, নিচে কিছু অংশ দেওয়া হলো। ১২ হাজার টাকায় প্রশ্ন দেওয়া হবে। এ জন্য অগ্রিম ৬ হাজার টাকা দিতে হবে।’ মন্তব্যের ঘরে একটি ভুয়া প্রশ্নপত্রও দেওয়া হয়। প্রাথমিকভাবে সেটি পুলিশের কাছে প্রতারণামূলক মনে হয়।

মোহাইমেনুর রশিদ বলেন, ‘ওই মন্তব্যের সূত্র ধরে আমরা কাজ শুরু করি। গ্রেপ্তার নাঈম মানুষকে ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের জন্য নগরের গাঙ্গিনারপাড় এলাকায় অলকা নদী বাংলা সায়মা টেলিকম থেকে একটি পুরোনো মোবাইল ক্রয় করে। পরে ফেসবুকে একটি ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। গত দুই দিনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে প্রশ্নপত্র দেবে বলে লক্ষাধিক টাকা আনে। পরে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়।’

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার নাজমুল এহসানের সঙ্গে ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments