×

Advertisement


Welcome to The-News24.com!

Enjoy your stay and explore our Updated News.


চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই : সারজিস...

 

 চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই : সারজিস


 চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই : সারজিস

বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

 এ নিয়ে নিজের অভিমত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে অভিমত জানান তিনি।

ওই স্ট্যাটাসে সারজিস আলম বলেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।

এর আগে, আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের। র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

Post a Comment

0 Comments